১.শিরোনামঃ বগুড়া, রাজশাহী বিভাগ (পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়)।
২.ঐতিহাসিক বর্ননাঃ উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া।বগুড়ার রয়েছে নিজস্ব ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়। প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী মহাস্হানগড় খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দে পুণ্ড্ররাজ্যের প্রাচীন রাজধানী ছিল। যা ২০১৬ সালে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বগুড়া করতোয়া নদীর তীরে অবস্হিত।
৩.কিভাবে যাবেনঃ ঢাকা মহাখালী/গাবতলী টার্মিনাল থেকে বগুড়াগামী যেকোন বাসে (এসআর ট্রাভেলস, শাহ ফতেহ আলী, শ্যামলী পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, মানিক এক্সপ্রেস, গ্রীনলাইন পরিবহন) চলে আসতে পারবেন বগুড়া। ভাড়া পরবে ননএসি-৩৫০টাকা, এসি-৫০০-১০০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস সকালে ও লালমনি এক্সপ্রেস রাতে রওনা হয়ে বগুড়া ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ নবাব বাড়ী (সাবেক নীল কুঠির), গোকুল মেধ (বেহুলার বাসরঘর), হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মজার, জিয়ত কুপ, গোবিন্দ ভিটা, মহাস্হানগড় জাদুঘর, বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, ভাসু বিহার, শিবগঞ্জ, প্রেম যমুনার ঘাট, সারিয়াকান্দি, বিজয়াঙ্গন জাদুঘর, বগুড়া সেনানিবাস, পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর, খেরুয়া মসজিদ, শেরপুর
৫.কোথায় থাকবেনঃ মম ইন, নাজ গার্ডেন, হোটেল সিয়েস্তা, রেড চিলিস, মাক্স হোটেল, আকবরিয়া আবাসিক।
৬.কোথায় খাবেনঃ আকবরিয়া গ্রান্ড হোটেল, শ্যামলী হোটেল, কোয়ালিটি সুইটস এন্ড রেস্টুরেন্ট। ৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ দই, আলুঘাটি, চচ্চড়ি, মহাস্থানের কটকটি, কলোনির চাপ। *সবজি/শস্যঃ আলু, কলা, মরিচ।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ প্রফুল্ল চাকী-ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা(১৮৮৮-১৯০৮), মোহাম্মদ আলী-পাকিস্তানের প্রধানমন্ত্রী(মৃত্যু-১৯৬৯), গাজীউল হক-ভাষা সৈনিক(১৯২৯-২০০৯), লুৎফর রহমান সরকার-সাবেক গভর্নর(১৯৩৪-২০১৩), খাদেমুল বাশার-বীরউত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সাবেক বিমান বাহিনীর প্রধান(১৯৩৫-১৯৭৬), জিয়াউর রহমান-বীরউত্তম, স্বাধীনতার ঘোষনাপত্র পাঠক, সাবেক সেনাবাহিনীর প্রধান ও সাবেক রাষ্ট্রপতি(১৯৩৫-১৯৮১)
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ ভীমের পান্টি, আছরাঙ্গা দীঘি, জয়পুরহাট পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগা
District Based Database-09 (Bogura)
1. Title: Bogura, Rajshahi Division (Mahasthangarh, the capital of Pundravardhana).
2. Historical description: Bogura is the gateway to North Bengal. Bogura has its own history and heritage. Mahasthangarh is one of the ancient antiquities of Bangladesh. Mahashangarh, the oldest archeological city, was the ancient capital of Pundra in 600 BC. Which was declared as the cultural capital of SAARC in 2016. Bogura is located on the banks of the river Karatoya
3. How to go: Bogura can be reached from Dhaka Mohakhali / Gabtali Terminal by any bus bound for Bogra (SR Travels, Shah Fateh Ali, Shyamoli Paribahan, Hanif Enterprise, Manik Express, Greenline Paribahan). Rent will be non-AC-350taka, AC-500-1000taka.
From Kamalapur / Bimanbandar station, Rangpur Express will depart in the morning and Lalmoni Express will leave at night and reach Bogura station.
4. Places of interest: Nawab’s house (former blue house), Gokul Medh (Behular Basarghar), Shrine of Hazrat Shah Sultan Mahmud Balkhi (R:), Ziyat Kup, Govinda Vita, Mahashangarh Museum, Bangladesh Spice Research Center, Shibganj, Vasu Bihar, Shibganj, Prem Jamuna Ghat, Sariakandi, Bijayangan Museum, Bogura Cantonment, Rural Development Academy, Sherpur, Kherua Mosque, Sherpur
5. Where to stay: Mom Inn, Naz Garden, Hotel Siesta, Red Chillies, Max Hotel, Akbaria Residential.
6. Where to eat: Akbaria Grand Hotel, Shyamoli Hotel, Quality Suites and Restaurant.
7. Famous food and vegetables / grains: * Food: Yogurt, Alughati, Chachhari, Mahasthan’r kotkoti, Colony’r chap. * Vegetables / grains: Potatoes, bananas, peppers.
8. Famous personality: Prafulla Chaki – Leader of the anti-British movement (18-1906), Mohammad Ali – Prime Minister of Pakistan (died 1979), Gaziul Haq – Language Soldier (1929-2009), Lutfar Rahman Sarkar – Former Governor (1934-2013), Khademul Bashar-Bir Uttam, Sector Commander of the Liberation War and former Chief of Air Staff (1935-1976), Ziaur Rahman, Bir Uttam-Reader of the Declaration of Independence, former Army Chief and former President (1935-1971)
9. Places to see around: Bhimer Panti, Asharanga Dighi, Joypurhat, Paharpur Buddhist Monastery, Naogaon