১.শিরোনামঃ রাজশাহী, রাজশাহী বিভাগ (আম, রেশম, সবুজ, শিক্ষা নগরী)
২.ঐতিহাসিক বর্ননাঃ অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। রেশম নগরী ও অন্যতম শিক্ষা নগরী নামে পরিচিত তবে কালাই রুটি, আম, লিচুর জন্য প্রসিদ্ধ। বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে দিনাজপুরগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, গ্রীনলাইন, ন্যাশনাল, দেশ ট্রাভেলস)। ননএসি-৪৫০-৫০০টাকা, এসি-১০০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেসে রওনা হয়ে রাজশাহী ষ্টেশনে আসতে পারবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম বিমানবন্দরে নেমে রাজশাহী যেতে পারবেন।(বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা)
৪.দর্শনীয়স্হানঃ বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ী, পদ্মা গার্ডেন, চিড়িয়াখানা, শহীদ স্মৃতি সংগ্রহশালা
৫.কোথায় থাকবেনঃ হোটেল নাইস ইন্টারন্যাশনাল, হোটেল ডালাস ইন্টারন্যাশনাল, হোটেল গুলশান, হোটেল সেঞ্চুরি
৬.কোথায় খাবেনঃ রহমানিয়া হোটেল, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট, বিদ্যুৎ হোটেল এন্ড রেস্তোঁরা
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ কালাই রুটি, বট পরোটা, কালাভুনা, ক্ষীর চমচম, খেজুরের গুড় *সবজি/শস্যঃ টমেটো, বেগুন, আলু, আখ
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ মৌলবী শামসুদ্দীন আহমদ-উপমহাদেশের প্রথম বাঙালি মুসলমান খ্যাতিমান প্রত্নকলাবিদ, রাজশাহী সরকারী সিটি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, কবি শুকুর মাহমুদ, কবি শুকুর মাহমুদ-মধ্যযুগের বাংলার নাথ সাহিত্য ধারার সম্ভবত শেষ কবি, হাজী লাল মোহাম্মদ সরদার-দুবার অবিভক্ত বাংলার লেজিসলেটিভ কাউন্সিল এর সদস্য, শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান-মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, জাতীয় চার নেতার অন্যতম
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ উত্তরা গনভবন, রাজবাড়ী, মিনি কক্সবাজার, নাটোর
District Based Database-13 (Rajshahi)
1. Title: Rajshahi, Rajshahi Division (Mango, Silk, Green, Education City)
2. Historical description: One of the oldest and most traditional cities. The largest city in North Bengal. Rajshahi is located on the banks of the river Padma. Known as the Silk City and one of the educational cities, Kalai is famous for bread, mango and lichi. The cleanest and greenest of the cities in Bangladesh.
3. How to go: From Gabtali / Mohakhali in Dhaka you can take any bus going to Dinajpur (Hanif, Shyamoli, Greenline, National, Desh Travels). Non-AC-450-500taka, AC-1000-1200taka.
From Kamalapur/Bimanbandar station you can take Silk City Express, Padma Express and Dhumketu Express to Rajshahi station.
From Hazrat Shahjalal International Airport you can get off at Hazrat Shah Makhdum Airport and go to Rajshahi. (Bangladesh Biman, Us-Bangla)
4. Places of interest: Barendro Research Museum, Bagha Mosque, Puthia Rajbari, Padma Garden, Zoo, Martyrs Memorial Museum
5. Where to stay: Hotel Nice International, Hotel Dallas International, Hotel Gulshan, Hotel Century
6. Where to eat: Rahmania Hotel, Tripti Hotel & Restaurant, Bidyut Hotel & Restaurant
7. Famous food and vegetables / grains: * Food: Kalai Ruti, Bot Parota, Kalabhuna, Khir Chamcham, Date Molasses * Vegetables / grains: Tomato, eggplant, potato, sugarcane
8. Famous personality: Maulvi Shamsuddin Ahmed – the first Bengali Muslim eminent archaeologist of the subcontinent, the founding principal of Rajshahi Government City College and the acting vice chancellor of Rajshahi University, Poet Shukur Mahmud is probably the last poet of the Nath literary genre of medieval Bengal, Haji Lal Mohammad Sardar – Twice a member of the Legislative Council of Undivided Bengal, Sahid A.H.M. Kamaruzzaman- Minister of Home Affairs, Relief and Rehabilitation in the Government of Independent Bangladesh at Mujibnagar, one of the four national leaders
9. Places to see around: Uttara Ganabhaban, Rajbari, Mini Cox’s Bazar, Natore