নেত্রকোনা জেলা
১.শিরোনামঃ নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগ (চীনা মাটির পাহাড়)
২.ঐতিহাসিক বর্ননাঃ পাহাড়ি জলপ্রপাত, চীনা মাটির পাহাড়, নদী, খাল, বিল নেত্রকোনাকে করেছে সমৃদ্ধ। প্রাগৈতিহাসিক যুগ থেকেই বহুমাত্রিক সংস্কৃতি ধারণ করে আসছে। ঐতিহ্যবাহী ও বিখ্যাত মিষ্টি হচ্ছে 'বালিশ মিষ্টি। ব্রিটিশ শাসনামলে ১৮৮০ খিস্টাব্দে হওয়া নেত্রকোণা মহকুমাকে ১৯৮৪ খ্রিস্টাব্দের ১৭ জানুয়ারি নেত্রকোণা জেলা করা হয়।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার মহাখালী থেকে নেত্রকোনাগামী যেকোন বাসে চলে আসতে পারেন (শাহজালাল, নেত্র পরিবহন)। ননএসি-২৫০-৩০০টাকা, এসি-৪০০-৫০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে হাওড় এক্সপ্রেসে রওনা হয়ে নেত্রকোনা ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি (র) মাজার শরীফ, উপজাতীয় কালচারাল একাডেমী, চিনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, ডিঙ্গাপোতা হাওর
৫.কোথায় থাকবেনঃ হোটেল মুন স্টার, হোটেল কবির ইন্টারন্যাশনাল, সৌরভ হোটেল
৬.কোথায় খাবেনঃ কুটুমবাড়ি রেস্টুরেন্ট, বাসমতি রেস্টুরেন্ট, ধানসিঁড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ বালিশ মিষ্টি, চ্যাপাশুটকি দিয়ে কুমড়ার পাতুরি
*সবজি/শস্যঃ ডাব বেগুন, লতিরাজ কচু, ভুট্টা
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ
কাহ্নপাদ-চর্যাপদের চুরাশিজন বৌদ্ধ মহাসিদ্ধের অন্যতম, মনসুর বয়াতি-পল্লিকবি ও গায়ক, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ-সাবেক প্রধান বিচারপতি এবং দু'বার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি, কুদ্দুস বয়াতি-গীতিকার ও সুরকার এবং বাউল শিল্পী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, শিমুলবাগান, সুনামগঞ্জ
Netrokona district
1. Title: Netrokona, Mymensingh Division (Chinese clay hills)
2. Historical description: Mountain waterfalls, Chinese clay hills, rivers, canals, beels have enriched Netrokona. It has been a multidimensional culture since prehistoric times. The traditional and famous sweet is the 'pillow sweet'. Netrokona subdivision, which was formed during the British rule in 180 AD, was made Netrokona district on 16 January 1984.
3. How to go: You can take any bus from Mohakhali in Dhaka to Netrokona (Shahjalal, Netra Paribahan). Non-AC-250-300taka, AC-400-500taka. You can take the Haor Express from Kamalapur / Bimanbandar station to Netrokona station.
4. Places of interest: Hazrat Shah Sultan Kamaruddin Rumi (R) Mazar Sharif, Tribal Cultural Academy, Chinamati Hill, Someshwari River, Dingapota Haor
5. Where to stay: Hotel Moon Star, Hotel Kabir International, Sourav Hotel
6. Where to eat: Kutumbari Restaurant, Basmati Restaurant, Dhansindri Hotel and Restaurant
7. Famous food and vegetables/grains: * Food: Pillow Sweet, Pumpkin Paturi with Chapashutki
* Vegetables/grains: Eggplant, Latiraj Kachu, Corn
8. Famous personality: One of the eighty-four Buddhist Mahasiddhas of the Kahnpada-charyapas, Mansur Bayati-Pallikabi and singer, Justice Shahabuddin Ahmed - Former Chief Justice and twice Acting President, Quddus Bayati-lyricist and composer and Baul artist
9. Places to see around: Tanguar Haor, Niladri Lake, Shimulbagan, Sunamganj