This is Tasfiqur Rahman Pavel, Bangladeshi crazy traveler. Tour is my passion and love to explore new places. I have already traveled 64 districts of Bangladesh. I have also visited India, Nepal, China, Egypt and Saudi Arabia. I am here to share my experiences about new place, new food, new people.
Rohtang Pass, Himachal Pradesh, India
Pyramids in Sahara Dessert, Giza, Egypt
I believe in my heart, rather than listening hundred times, It is better to see yourself at least one time. I will not stay in a closed room, I will see the world. Let it start by enjoying the unique beauty of your motherland. I like to visit new places with patience. Sometimes less time and less cost more space and sometimes more time and more cost to run to know the unknown. I have chosen the beauty of travel to awaken the eyes and the heart to acquire knowledge. Travel will be enjoyable only if time and money are combined .
আমি তাসফিকুর রহমান পাভেল, বাংলাদেশী ভ্রমণপিপাসু। ভ্রমণ আমার আবেগ এবং নতুন জায়গা অন্বেষণ করতে ভালোবাসি। আমি ইতিমধ্যে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছি। আমি ভারত, নেপাল, চীন, মিশর এবং সৌদি আরব পরিদর্শন করেছি। আমি এখানে নতুন জায়গা, নতুন খাবার, নতুন মানুষ সম্পর্কে আমার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি।
Canton Tower, South bank of the Pearl River, Guangzhou, China
Seti River, Pokhara, Nepal
আমি মনে প্রানে বিশ্বাস করি, ১০০ বার শোনার চেয়েও, নিজে অন্তত ০১ বার দেখা ভাল। আমি থাকবো নাকো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে। সেটার শুরু হোক নিজের মাতৃভূমি’র অপরুপ সৌন্দর্য উপভোগের মাধ্যমে। নতুন জায়গা ধৈর্য্য নিয়ে ঘুরতে পছন্দ করি। কখনও কম সময় ও কম খরচে বেশি জায়গা আবার কখনও বেশি সময় ও বেশি খরচে অজানাকে জানতে ছুটেছি। জ্ঞান অর্জন করতে ভ্রমনের সৌন্দর্য বেছে নিয়েছি চোখ ও হৃদয়কে জাগ্রত করতে। সময় ও অর্থের সমন্বয় হলেই ভ্রমন উপভোগ্য হবে।
Arafah, Mecca, Saudi Arabia