১.শিরোনামঃ ঠাকুরগাঁও, রংপুর বিভাগ (২০০ বছরের পুরনো সূর্য্যপুরী আম গাছ)
২.ঐতিহাসিক বর্ননাঃ টাঙ্গন নদীর তীরে বৃটিশ আমলে ঠাকুর পরিবারের মাধ্যমে থানা স্থাপিত হয় তারপর থেকেই নাম হয়েছে ঠাকুরগাঁও। বৃটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এই অঞ্চলের মানুষের অনেক অবদান।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে ঠাকুরগাঁওগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, নাবিল, বাবলু, কেয়া)। ননএসি-৩৫০-৬০০টাকা, এসি-৮০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে রওনা হয়ে ঠাকুরগাঁ ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয় স্হানঃ হরিণমারি গ্রামে প্রায় ২০০ বছরের পুরনো সূর্য্যপূরী আমগাছ, জগদল জমিদার বাড়ি, কোরমখান গড়, রামরাই দীঘি।
৫.কোথায় থাকবেনঃ হোটেল সালাম ইন্টারন্যাশনাল, হোটেল প্রাইম ইন্টারন্যাশনাল, হোটেল শাহ্ জালাল, হোটেল মানামা।
৬.কোথায় খাবেনঃ সুরুচি হোটেল, গছিয়া হোটেল।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ পাটশাক ও লাফা শাকের ঝোল, সিদলের ভর্তা, চেং বা শাটি (টাকি) মাছের পোড়া সিদ্ধ ভর্তা, কচি কচু পাতার পোড়া বা সিদ্ধ ভর্তা, পেল্কা, সূর্য্যপুরী আম। *সবজি/শস্যঃ পাট, গম, আলু।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ সুরবালা সেনগুপ্ত, নরেন্দ্র চন্দ্র ঘোষ, স্বদেশরঞ্জন মুখোপাধ্যায়-ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা, কম্পরাম সিং-তেভাগা আন্দোলন, সাম্যবাদী কৃষক আন্দোলনের নেতা
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ কান্তজিউ মন্দির, স্বপ্নপুরী, বড়পুকুরিয়া কয়লাখনি, দিনাজপুর।
Thakurgaon District
1. Title: Thakurgaon, Rangpur Division (200 year old Suryapuri mango tree)
2. Historical Description: Thana was established on the banks of the river Tangan during the British rule through the Tagore family and has been called Thakurgaon ever since. The people of this region have contributed a lot to the anti-British independence movement.
3. How to get there: You can take any bus from Gabtali / Mohakhali to Thakurgaon in Dhaka (Hanif, Nabil, Bablu, Keya). Non-AC-350-600 taka, AC-600-1200 taka.
From Kamalapur / Bimanbandar station you can take Drutayan Express, Panchagarh Express and Ekta Express and reach Thakurgaon station.
4. Places of interest: About 200 years old Suryapuri mango tree, Jagdal Zamindar Bari, Koramkhan Garh, Ramrai Dighi in Harinmari village.
5. Where to stay: Hotel Salam International, Hotel Prime International, Hotel Shah Jalal, Hotel Manama.
6. Where to eat: Suruchi Hotel, Gachhia Hotel.
7. Famous food and vegetables / grains: * Food: Jute and Lafa vegetable broth, sidal mash, cheng or shati (taki) fish burnt boiled mash, young kachu leaf burnt or boiled mash, pelka, suryapuri mango. * Vegetables / grains: Jute, wheat, potatoes.
8. Famous personalities: Surabala Sengupta, Narendra Chandra Ghosh, Swadesranjan Mukherjee – Leader of the anti-British independence movement, Kampram Singh – Tebhaga movement, Leader of the communist peasant movement
9. Places to see around: Kantjiu Temple, Swapnapuri, Barapukuria Coal Mine, Dinajpur.