মৌলভীবাজারে চাপাতাঃ
মৌলভীবাজার চাপাতার জন্য বিখ্যাত। চা বাংলাদেশের একটি অন্যতম প্রধান শিল্প।বাংলাদেশের মোট ১৬৩টি চা-বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগান রয়েছে। এজন্য মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের চা রাজধানী বলা হয়।
এখানকার আনারস, কমলা, পান, লেবু এবং কাঠালের বেশ সুখ্যাতি রয়েছে। এছাড়াও রয়েছে আখনী পোলাও ও সাতকরা (হাতকরা)।