১.শিরোনামঃ পঞ্চগড়, রংপুর বিভাগ (সমতলের চা কন্যা)
২.ঐতিহাসিক বর্ননাঃ পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড় ও দেবনগড় এই পাঁচটি গড় নিয়ে পঞ্চগড়। বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারত, নেপাল ও ভূটানে যাওয়া যায়। এখান থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তাই একে হিমালয়ের কন্যাও বলা হয়। বর্তমানে সমতলভূমিতে বাণিজ্যিকভাবে কেবল এই জেলাতেই চা চাষ হচ্ছে। পঞ্চগড়কে সম্পূর্ণ নদী বেষ্টিত জেলাও বলা হয়
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে পঞ্চগড়গামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, নাবিল, বাবলু, কেয়া) ননএসি-৬৫০-৮০০টাকা, এসি-১০০০-১৬০০টাকা
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে রওনা হয়ে পঞ্চগড় ষ্টেশনে আসতে পারবেন
৪.দর্শনীয়স্হানঃ ভিতরগড়, মহারাজার দিঘী, সমতল ভূমিতে সম্প্রতি প্রতিষ্ঠিত চা বাগান, মির্জাপুর শাহী মসজিদ, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও স্থল বন্দর, রকস্ মিউজিয়াম, তেতুলিয়া ডাকবাংলো সংলগ্ন মহানন্দা নদী
৫.কোথায় থাকবেনঃ হোটেল মৌচাক, হোটেল প্রিতম, হোটেল রাজনগর, হোটেল অভিনন্দন, হোটেল এইচ কে প্যালেস
৬.কোথায় খাবেনঃ মৌচাক হোটেল, নিউ মৌচাক হোটেল, গাউসিয়া হোটেল, নুরজাহান হোটেল।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ সিদলভর্তা, ডিম ভূনা *সবজি/শস্যঃ টমেটো, তামাক, চা, আখ
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ মোহাম্মদ সুলতান-ভাষা সৈনিক, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-(সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার)
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ প্রায় ২০০ বছরের পুরনো সূর্য্যপুরী আম গাছ, ঠাকুরগাঁও
District based database-1 (Panchagarh)
1. Title: Panchagarh, Rangpur Division (Plain Tea Daughter).
2. Historical Description: Panchagarh is the northernmost district of Bangladesh. Vitargarh, Mirgarh, Rajnagar, Hossaingarh, and Devnagar are the five averages of Panchagarh. You can go to India, Nepal, and Bhutan through the Banglabandha border. Kanchenjunga in the Himalayas can be seen from here, so it is also called the daughter of the Himalayas. At present, tea is being cultivated commercially only in this district in the plains. Panchagarh is also called the district surrounded by rivers
3. How to get there: You can take any bus from Gabtoli / Mohakhali to Panchagarh from Dhaka (Hanif, Nabil, Bablu, Keya) Non AC-750-800 Taka, AC-1000-1600 Taka
From Kamalapur / Bimanbandar station you can take Drutayan Express, Panchagarh Express and Ekta Express and reach Panchagarh station.
4. Places of interest: Vitargarh, Maharaja Dighi, newly established tea garden on flat land, Mirzapur Shahi Mosque, Banglabandha Zero Point and Land Port, Rocks Museum, Mahananda River adjacent to Tetulia Post Bungalow
5. Where to stay: Hotel Mouchak, Hotel Pritam, Hotel Rajnagar, Hotel Abhinandan, Hotel HK Palace
6. Where to eat: Mouchak Hotel, New Mouchak Hotel, Gaussia Hotel, Nurjahan Hotel.
7. Famous Foods & Vegetables / Grains: * Foods: Sidalvarta, Roasted Eggs * Vegetables / Grains: Tomatoes, Tobacco, Tea, Sugarcane
8. Famous Personality: Mohammad Sultan – Language Soldier, Barrister Jamiruddin Sarkar – (Former President and Speaker)
9. Places to see around: About 200 years old Suryapuri mango tree, Thakurgaon