১.শিরোনামঃ জয়পুরহাট, রাজশাহী বিভাগ (শস্যভান্ডার)
২.ঐতিহাসিক বর্ননাঃ জয়পুরহাট জেলার অর্থনীতি কৃষি নির্ভর। জয়পুরহাট উত্তরাঞ্চলের শস্যভান্ডার। মৃৎ শিল্প এখন বিলুপ্তির পথে। জয়পুরহাট চিনিকল দেশের বৃহৎ চিনিকল।দেশের বৃৃহত্তম কয়লা খনি জামালগঞ্জ।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে জয়পুরহাটগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, শাহ ফতেহ আলী, সালমা, এস আর ট্রাভেলস)। ননএসি-৩৫০-৪০০টাকা, এসি-৭০০-১০০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে একতা, দ্রুতযান, নীলসাগর, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেসে রওনা হয়ে জয়পুরহাট ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্থানঃ ভীমের পান্টি, আছরাঙ্গা দীঘী, নান্দাইল দীঘি, বাংলাদেশ কয়লা, খনিজ ও ধাতব গবেষণা ইন্সটিটিউট, চিনিকল, কয়লাখনি
৫.কোথায় থাকবেনঃ হোটেল বৈশাখী, হোটেল পৃথিবী ইন্টারন্যাশনাল, হোটেল সাদ
৬.কোথায় খাবেনঃ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্তোরা, সানন্দা হোটেল, দিলবাহার হোটেল
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ আলুঘাটি, ছানার জিলাপী, জামাই সন্দেশ, ক্ষীরমালাই, *সবজি/শস্যঃ কচুর লতি, আখ, কলা, আলু
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ আতাউর রহমান-ভাষা সৈনিক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি, মীর শহীদ মণ্ডল-একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও কৃষকনেতা
৯.আশেপাশে দর্শনীয়স্থানঃ মহাস্হানগড়, বগুড়া, পাহাড়পুর বৌদ্ধ বিহার, নওগাঁ
1. Title: Joypurhat, Rajshahi Division (Granary)
2. Historical description: The economy of Joypurhat district is dependent on agriculture. Joypurhat is the northern grain store. The pottery industry is now on the verge of extinction. Joypurhat Sugar Mill is the largest sugar mill in the country. Jamalganj is the largest coal mine in the country.
3. How to go: From Gabtali / Mohakhali in Dhaka you can take any bus going to Joypurhat (Hanif, Shyamoli, Shah Fateh Ali, Salma, SR Travels). Non-AC-350-400taka, AC-800-1000taka.
From Kamalapur / Bimanbandar station you can take Ekta, Drutayan, Nilsagar, Kurigram Express and Panchagarh Express and reach Joypurhat station.
4. Places of interest: Bhimer Panti, Asharanga Dighi, Nandail Dighi, Bangladesh Coal, Minerals and Metals Research Institute, Sugar Mills, Coal Mines
5. Where to stay: Hotel Baishakhi, Hotel Prithivi International, Hotel Saad
6. Where to eat: Bismillah Hotel & Restaurant, Sananda Hotel, Dilbahar Hotel
7. Famous food and vegetables / grains: * Food: Alughati, Chhanar Jilapi, Jamai Sandesh, Kshirmalai, * Vegetables / grains: Kachur Lati, sugarcane, banana, potato
8. Famous personality: Ataur Rahman – Language soldier and Bangla Academy Literary Award winning poet, Mir Shahid Mandal-Ekushey Medal winning language soldier and peasant leader
9. Places of interest: Mahashangarh, Bogra Paharpur Buddhist Monastery, Naogaon