সাতক্ষীরার সন্দেশঃ
সাতক্ষীরার সন্দেশ সারা দেশের মানুষের কাছে একটি পরিচিতি নাম। শুধু দেশেই নয়, সাতক্ষীরার বিখ্যাত সন্দেশের কদর এখন দেশের মাটি ছাড়িয়ে বিদেশে ও। খাঁটি দুধের খাটি ছানার সাথে চিনি ও হালকা ময়দা জ্বালিয়ে সন্দেশ তৈরী করা হয়। অনেক সময় খেঁজুরের গুড় মিশিয়ে সন্দেশ তৈরী করা হয়, যেটার নাম গুড়ের সন্দেশ।
খাঁটি দুধের খাটি ছানার সাথে চিনি ও হালকা ময়দা জ্বালিয়ে সন্দেশ তৈরী করা হয়।খাদ্য উপাদানের দিক থেকে এটি একটি পুষ্টিকর খাবার।
এখানে প্রায় ৪ প্রকারের সন্দেশ তৈরী হয়। তাদের উৎপাদিত এসব সন্দেশের মধ্যে রয়েছে সাদা সন্দেশ, সাদা খিরসন্দেশ, গুড়সন্দেশ ও পেড়া সন্দেশ।
সাতক্ষীরার বিখ্যাত কুল, মাদুর, গাছের কলম, আম, ওল, মাছ, ঘোল ও সুন্দরবন এর খাঁটি মধু। সাতক্ষীরা জেলার বিখ্যাত খাবার সাতক্ষীরা ঘোষ ডেইরীর “সন্দেশ।