১.শিরোনামঃ দিনাজপুর, রংপুর বিভাগ (কাটারিভোগ ও লিচু)
২.ঐতিহাসিক বর্ননাঃ জনশ্রুতিতে জনৈক দিনাজ/দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। একসময়ে পুণ্ড্রবর্ধনের অংশ ছিল দিনাজপুর। অবিভক্ত বাংলার সর্ববৃহৎ জেলা। তেভাগা আন্দোলনে দিনাজপুর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গোরে-শাহ ঈদগাহ ময়দানে।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে দিনাজপুরগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, নাবিল)। ননএসি-৩৫০-৬০০টাকা, এসি-৮০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসে রওনা হয়ে ঠাকুরগাঁ ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ আনন্দসাগর, মাতাসাগর, রামসাগর, রাজবাটী, কান্তজিউ মন্দির, গোরে-শাহ ঈদগাহ ময়দান, বড়পুকুরিয়া কয়লাখনি, হিলি স্থলবন্দর।
৫.কোথায় থাকবেনঃ হোটেল ডায়মন্ড, দ্যা গ্রান্ড পূনর্ভবা, নিউ হোটেল, হোটেল ইউনিক।
৬.কোথায় খাবেনঃ মুন্সি হোটেল, রুস্তম হোটেল, পানামা হোটেল।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ চিড়া, খই, পাপড়, আম, লিচু। *সবজি/শস্যঃ কাটারিভোগ ও কালিজিরা ধান, বেগুন, টমেটো।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ হাজী মোহাম্মদ দানেশ-অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা সামাদ-বিশ্বখ্যাত ফুটবলার জাদুকর ভারতীয় দলের অধিনায়ক খালেদা জিয়া-সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ তিস্তা ব্যারেজ, বিরাট রাজার দিঘী(নীলসাগর), নীলফামারী
1. Title: Dinajpur (Kataribhog and Litchi)
2. Historical description: According to rumors, Father’s Day / Dinajpur is new to the royal family. Dinajpur was part of a download Pundravardhana. Universal district of undivided Bengal. Unfortunately the people of Dinajpur can be spontaneous. The largest congregation in South Asia is at Gore-Shah Eidgah Maidan.
3. How to go: You can take any bus from Gabtali / Mohakhali in Dhaka to Dinajpur (Hanif, Nabil). Non-AC-350-600 rupees, AC-600-1200 rupees.
From Kamalapur / Bimanbandar station you can take Nilsagar Express, Drutayan Express, Panchagarh Express and Ekta Express and reach Thakurgaon station.
4. Places of interest: Anandsagar, Matasagar, Ramsagar, Rajbati, Kantjiu Temple, Gore-Shah Eidgah Maidan, Barapukuria Coal Mine, Hili Land Port.
5. Where to stay: Hotel Diamond, The Grand Reunion, New Hotel, Hotel Unique.
6. Where to eat: Munshi Hotel, Rustam Hotel, Panama Hotel.
7. Famous food and vegetables / grains: * Food: Chira, khai, papar, mango, litchi. * Vegetables / grains: Kataribhog and Kalijira Paddy, eggplant, tomato.
8. Famous personality: Haji Mohammad Danesh-the peasant leader of undivided British India, Samad-world-famous footballer Jadukar is the captain of the Indian team, Khaleda Zia – Former and first female Prime Minister
9. Places to see around: Teesta Barrage, Virat Rajar Dighi (Nilsagar), Nilphamari