১.শিরোনামঃ ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ (মৈমনসিংহ গীতিকা)
২.ঐতিহাসিক বর্ননাঃ
বাংলাদেশের বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। তুর্কী ইসলাম প্রচারক শাহ সুলতান কমর উদ্দীন রুমী (শাহ সুলতান রুমী) তাঁর এক শিষ্য মোমেন শাহ কে এই অঞ্চলে ইসলাম প্রচারের দায়িত্ব দেন। অনেকের ধারণা এই নাম থেকেই মোমেনশাহী ও পরে ময়মনসিংহ নামকরণ হয়। শিল্পের দিক দিয়ে ময়মনসিংহ অনেক উন্নত।
৩.কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী/মহাখালী থেকে ময়মনসিংহগামী যেকোন বাসে চলে আসতে পারেন (এনা, শৌখিন, আলম এশিয়া)। ননএসি-১১০-১৫০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড় এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেসে রওনা হয়ে ময়মনসিংহ ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ
শশী লজ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ জাদুঘর (প্রত্নতত্ত্ব), বোটানিক্যাল গার্ডেন, কৃষি জাদুঘর, চিড়িয়াখানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি জাদুঘর, কাদিগড় জাতীয় উদ্যান
৫.কোথায় থাকবেনঃ
হোটেল সিলভার কাসল, হোটেল লে মারিয়ান, হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল হেরা
৬.কোথায় খাবেনঃ
পাক মুসলিম হোটেল, হোটেল আকবরীয়া, হোটেল রসনা বিলাস
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ
*খাবারঃ মন্ডা, চেপা শুটকি
*সবজি/শস্যঃ বেগুন, তুলশীমালা চাল
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ
কানাহরি দত্ত-মনসামঙ্গল কাব্যের আদি কবি, শিল্পাচার্য জয়নুল আবেদীন-প্রখ্যাত চিত্রশিল্পী, আবদুল জব্বার-ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ
চীনামাটির পাহাড়, পাহাড়ি জলপ্রপাত, সোমেশ্বরী নদী, নেত্রকোনা
Mymensingh district
1. Title: Mymensingh, Mymensingh Division (Mymensingh Geetika)
2. Historical description:
Bangladesh is the eighth divisional city and the youngest city corporation in Bangladesh. Turkish preacher Shah Sultan Komar Uddin Rumi (Shah Sultan Rumi) assigned one of his disciples, Momen Shah, to preach Islam in the region. Many people think that Momenshahi and later Mymensingh were named after this name. Mymensingh is very developed in terms of industry.
3. How to go:
You can take any bus from Gabtali / Mohakhali in Dhaka to Mymensingh (Anna, Shoukhin, Alam Asia). NonAC-110-150 rupees.
From Kamalapur / Airport Station you can take Teesta Express, Jamuna Express, Brahmaputra Express, Agniveena Express, Haor Express, Mohanganj Express and reach Mymensingh.
4. Places of interest:
Shashi Lodge, Shilpacharya Zainul Abedin Museum, Mymensingh Museum (Archeology), Botanical Garden, Agricultural Museum, Zoo, National Poet Kazi Nazrul Islam Memorial Museum, Kadigarh National Park
5. Where to stay:
Hotel Silver Castle, Hotel Le Marian, Hotel Amir International, Hotel Hera
6. Where to eat:
Pak Muslim Hotel, Hotel Akbaria, Hotel Rasna Bilas
7. Famous food and vegetables/grains:
* Food: Monda, chepa shutki
* Vegetables/grains: Eggplant, Tulshimala rice
8. Famous personality:
Kanahari Dutt is the original poet of Manasamangal, Shilpacharya Zainul Abedin - Renowned painter,
Abdul Jabbar is one of the heroic martyrs of the language movement
9. Places to see around:
Porcelain hills, mountain waterfalls, Someshwari river, Netrokona