১.শিরোনামঃ নীলফামারী, রংপুর বিভাগ (নীল চাষ)
২.ঐতিহাসিক বর্ননাঃ নীলফামারী জেলাকে নীল দেশ বলা হয়। দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে অবস্থিত। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প এই অঞ্চলের কৃষিতে বিশেষ অবদান রাখছে। এখানে বহুভাষাভাষী মানুষ বাস করে।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে নীলফামারীগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, নাবিল, বাবলু, গ্রীনলাইন)। ননএসি-৩৫০-৬০০টাকা, এসি-৮০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেসে রওনা হয়ে নীলফামারী ষ্টেশনে আসতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে নীলফামারী যেতে পারবেন।(নভোএয়ার, ইউএস-বাংলা)
৪.দর্শনীয়স্হানঃ হযরত শাহ কলন্দর মাজার, বিরাট রাজার দিঘী(নীলসাগর), তিস্তা ব্যারেজ, সৈয়দপুর রেলওয়ে কারখানা।
৫.কোথায় থাকবেনঃ নীলফামারী গার্ডেন, হোটেল কিছুক্ষণ, নীলফামারী গার্ডেন হোটেল, হোটেল অবকাশ।
৬.কোথায় খাবেনঃ হোটেল আকবরিয়া, নাজ হোটেল, হোটেল থ্রি স্টার, হোটেল স্টার।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ সন্দেশ, প্যালকা, সিদল, গরুর চাপ, পেশোয়ারি পরোটা, মোগলাই বিরিয়ানি। *সবজি/শস্যঃ ভুট্টা, মরিচ, তামাক।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ শাহ কলন্দর-উত্তরবঙ্গে ইসলাম ধর্ম প্রচারকদের অন্যতম মহেশ চন্দ্র রায়-উত্তরবঙ্গের বিখ্যাত ভাওয়াইয়া গানের শিল্পী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ তিস্তা ব্যারেজ, তিনবিঘা করিডোর, বুড়িমারি স্থলবন্দর, লালমনিরহাট।
1. Title: Nilphamari, Rangpur Division (Blue cultivation)
2. Historical description: Nilphamari district is called Nil Desh. The largest railway factory in the country is located at Syedpur. The Teesta Barrage and Irrigation Project is making a significant contribution to agriculture in the region. Multilingual people live here.
3. How to go: From Gabtali / Mohakhali in Dhaka you can take any bus going to Nilphamari (Hanif, Shyamoli, Nabil, Bablu, Greenline). Non-AC-350-600 taka, AC-600-1200 taka.
You can take the Nilsagar Express from Kamalapur / Airport Station and reach Nilphamari Station.
From Hazrat Shahjalal International Airport you can get off at Syedpur Airport and go to Nilphamari. (NovoAir, US-Bangla)
4. Places of interest: Hazrat Shah Kalandar Mazar, Virat Rajar Dighi (Nilsagar), Teesta Barrage, Syedpur Railway Factory.
5. Where to stay: Nilphamari Garden, Hotel Kishna, Nilphamari Garden Hotel, Hotel Vacation.
6. Where to eat: Hotel Akbaria, Naz Hotel, Hotel Three Star, Hotel Saround
7. Famous food and vegetables / grains: * Food: Sandesh, Palka, Sidal, Beef Chap, Peshawari Parota, Moghlai Biryani. * Vegetables / grains: Maize, chilli, tobacco.
8. Famous personality: Shah Kalander is one of the preachers of Islam in North Bengal Mahesh Chandra Roy – Famous Bhavaya song artist of North Bengal
9. Places to see around: Teesta Barrage, Tinbigha Corridor, Burimari Land Port, Lalmonirhat.