১.শিরোনামঃ সুনামগঞ্জ, সিলেট বিভাগ
(হাওড়)
২.ঐতিহাসিক বর্ননাঃ
মোঘল সিপাহি সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরণ। খাসিয়া, জৈন্তিয়া পাহাড় ও হাওড় নিয়ে সুনামগঞ্জ। ধান উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বিশেষ ভূমিকা রাখে। পাথর শিল্প, মৎস্য, ধান, সিমেন্ট শিল্পে ব্যাপক সমাদৃত।
৩.কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী/মহাখালী থেকে সুনামগন্জগামী যেকোন বাসে চলে আসতে পারেন (মামুন পরিবহন, শ্যামলী, হানিফ, এনা ট্রান্সপোর্ট )। ননএসি-৫৫০-৬০০টাকা, এসি-১০০০-১২০০টাকা।
৪.দর্শনীয় স্হানঃ
বাউল আব্দুল করিম স্মৃতি জাদুঘর, হাসন রাজার বাড়ি, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, নীলাদ্রি লেক, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প, জাদুকাটা নদী, লাকমাছড়া
৫.কোথায় থাকবেনঃ
হোটেল মিজান রেসিডেন্সিয়াল, সুরমাভ্যালি রেসিডেন্সিয়াল রিসোর্ট, নূরানী হোটেল
৬.কোথায় খাবেনঃ
পানসী রেস্টুরেন্ট
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ
*খাবারঃ চুঙা পিঠা, তরমুজ
*সবজি/শস্যঃ আলু, ধান
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ
মহাকবি মজির উদ্দিন আহমদ-সূফী সাধক, মরমী সংগীত রচয়িতা এবং সিলেটি নাগরী হরফে ‘শাহাদতে বুজুর্গান’ নামক মহাকাব্য প্রণেতা
মহম্মদ আতাউল গণি ওসমানী-মুক্তিযুদ্ধের সময মুক্তিবাহিনী ও সেনাপ্রধান
হাসন রাজা-মরমী কবি ও বাউল শিল্পী এবং জমিদার
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ
শাহজালালের মাজার, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল, জাফলং, সিলেট