১.শিরোনামঃ পাবনা, রাজশাহী বিভাগ (ঘী ও চলনবিল)
২.ঐতিহাসিক বর্ননাঃ প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান, প্রাচীন পুন্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উদ্ভব। চলতি ভাষায় পুন্ড্রুবর্ধন বা পৌন্ড্রবর্ধন, পোনবর্ধন বা পোবাবর্ধনরূপে উচ্চারিত হতে হতে ‘পাবনা’ হয়েছে। পাবনার অর্থনীতি বেশ সমৃদ্ধ। এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। দেশের একমাত্র পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনার রুপপুর। এখানকার ঘী ও লিচু প্রসিদ্ধ। মসলা ফসল উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে পাবনাগামী যেকোন বাসে চলে আসতে পারেন (পাবনা এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, রাজা-বাদশা)। ননএসি-৩৫০-৫০০টাকা, এসি-৬০০-৮০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গগামী যেসব ট্রেন ঈশ্বরদী জংশনে থামে সেসব ট্রেনে রওনা হয়ে ঈশ্বরদী ষ্টেশন হয়ে পাবনা আসতে পারবেন।
পানিপথে মানিকগন্জের আরিচা থেকে লঞ্চ ও স্পীডবোর্ডে কাজিরহাট হয়ে পাবনা আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র, গাজনার বিল, লালন শাহ্ সেতু, হার্ডিঞ্জ ব্রীজ, তাড়াশ ভবন, শাহী মসজিদ, পদ্মা যমুনার মিলনস্থল, বেড়া পোর্ট ও পাম্প স্টেশন
৫.কোথায় থাকবেনঃ হোটেল প্রবাসী, হোটেল ওয়েসিস ইন্টারন্যাশনাল, হোটেল শিলটন
৬.কোথায় খাবেনঃ বিসমিল্লাহ হোটেল এন্ড বিরিয়ানি হাউস, খাবারবাড়ি, শাপলা আদর্শ খাবার হোটেল এন্ড রেস্টুরেন্ট
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ লিচু, ঘী, লুচি-সবজি, রসমালাই, চীনাবাদাম *সবজি/শস্যঃ পেপে, সূর্যমুখী বীজ, ডাল, মসলা, পাট
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ প্রমথ চৌধুরী-চলিত ভাষার জনক, কবি ও লেখক, সুচিত্রা সেন-বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী, অরুণ কুমার বসাক-বাংলাদেশের পদার্থ বিজ্ঞানে একমাত্র প্রফেসর এমিরিটাস, বন্দে আলী মিয়া-কবি, ঔপন্যাসিক, শিশু-সাহিত্যিক, অধ্যাপক ড. আবু সাইয়িদ-সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, এ.কে খন্দকার-স্বাধীনতা যুদ্ধে উপপ্রধান সেনাপতি, সাবেক পরিকল্পনা মন্ত্রী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ বঙ্গবন্ধু যমুনা সেতু এবং শহররক্ষা বাঁধ সংলগ্ন বায়ুবিদ্যুৎ কেন্দ্র, রবীন্দ্র কাঁচারিবাড়ি, সিরাজগঞ্জ
District Based Database-15 (Pabna)
1. Title: Pabna, Rajshahi Division (Ghee and challan bill)
2. Historical description: Archaeologist Cunningham speculates that the name Pabna originated from the ancient Pundravardhana. ‘Pabna’ has come to be pronounced as Pundruvardhana or Paundravardhana, Ponvardhana or Pobavardhana in the current language. Pabna’s economy is quite prosperous. Various industrial establishments and industries have developed here. The only nuclear power plant in the country is Ruppur in Pabna. Ghee and litchi are famous here. Spice is the top producer in the country.
3. How to go: You can reach Pabna by any bus from Gabtali / Mohakhali in Dhaka (Pabna Express, Shyamoli Paribahan, Raja-Badsha). Non-AC-350-500taka, AC-700-800taka.
Trains from Kamalapur/Bimanbandar station to North Bengal and South Bengal which stop at Ishwardi junction will be able to reach Pabna via Ishwardi station.
You can come to Pabna from Aricha in Manikganj via Panipath via Kazirhat on launch and speRestaurant
4. Places of interest: Bangladesh Sugarcane Research Center, Gajnar Bill, Lalon Shah Bridge, Hardinge Bridge, Tarash Bhaban, Shahi Mosque, Padma Jamuna junction, Bera Port and Pump Station
5. Where to stay: Hotel Expatriate, Hotel Oasis International, Hotel Shilton
6. Where to eat: Bismillah Hotel & Biryani House, Khabar Bari, Shapla Adarsh Khabar Hotel & Rinformation
7. Famous food and vegetables / grains: * Food: Lichi, Ghee, Luchi-vegetables, Rasmalai, Peanuts * Vegetables / grains: papaya, sunflower seeds, pulses, spices, jute
6. Famous personality: Pramath Chowdhury – father of colloquial language, poet and writer, Suchitra Sen is a legend of Bengali films, Arun Kumar Basak-Emeritus is the only Professor of Physics in Bangladesh, Bande Ali Mia – Poet, Novelist, Children Literary, Professor. Abu Sayyid – The youngest member of the constitution drafting committee, former state minister for information, A.K Khandaker – Deputy Chief of Army Staff in the War of Independence, former Planning Minister
9. Places to see around: Bangabandhu Jamuna Bridge and Shaharraksha Dam Adjacent Wind Power Station, Rabindra Kancharibari, Sirajganj