১.শিরোনামঃ কুড়িগ্রাম, রংপুর বিভাগ (চর ও মাছ)
২.ঐতিহাসিক বর্ননাঃ কুড়িটি মেচ্ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে নামকরন হয়েছে কুড়িগ্রাম। সবচেয়ে বেশি চর এ জেলায় অবস্থিত। প্রচুর মাছ পাওয়া যায়।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে কুড়িগ্রামগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, নাবিল)। ননএসি-৫০০-৬০০টাকা, এসি-৮০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে রওনা হয়ে কুড়িগ্রাম ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ ধরলা বাধ, ব্রীজ, টুপামারী(জিয়া পুকুর), চিলমারীরবন্দর, সোনাহাট(ভুরুঙ্গামারী স্থলবন্দর), বালিয়ামারী সীমান্ত হাট।
৫.কোথায় থাকবেনঃ হোটেল আকাশ, মেসার্স হোটেল ডিকে, মেসার্স হোটেল স্মৃতি।
৬.কোথায় খাবেনঃ রুপসা হোটেল, বগুড়া হোটেল এন্ড রেস্তরাঁ, তাজমহল হোটেল এন্ড রেস্টুরেন্ট।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ ক্ষীরমোহন, দুধ চিতই, চমচম, সুপারি, তামাক। *সবজি/শস্যঃ কাউন, বাদাম, বাঁশ।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ সৈয়দ শামসুল হক-বাঙালি সাহিত্যিক, ভবানী পাঠক-ব্রিটিশবিরোধী আন্দোলনের সন্ন্যাসীদের নেতা।
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ তাজহাট জমিদারবাড়ি, চিড়িয়াখানা, বেগম রোকেয়ার বাড়ি, রংপুর।
District wise database-06 (Kurigram)
Title: Kurigram, Rangpur Division (Char and fish)
2. Historical description: Kurigram is named after the settlement of twenty Mech oil-living families. Most chars are located in this district. Lots of fish available.
3. How to go: You can take any bus from Gabtali / Mohakhali to Kurigram from Dhaka (Hanif, Shyamoli, Nabil). Non-AC-500-600 taka, AC-600-1200 taka.
You can take the Kurigram Express from Kamalapur / Bimanbandar station and reach Kurigram station.
4. Places of interest: Dharla Dam, Bridge, Tupamari (Zia Pond), Chilmari Port, Sonahat (Bhurungamari Land Port), Baliamari Border Hat.
5. Where to stay: Hotel Akash, Messrs. Hotel DK, Messrs. Hotel Smriti.
6. Where to eat: Rupsha Hotel, Bogra Hotel and Restaurant, Taj Mahal Hotel and Restaurant.
7. Famous food and vegetables / grains: * Food: Kshirmohan, milk chitai, chamcham, betel nut, tobacco. * Vegetables / grains: Kaun, nuts, bamboo.
8. Famous personality: Syed Shamsul Haque is a Bengali writer, Bhabani Pathak is the leader of the anti-British monks movement.
9. Places to see around: Tajhat Zamindarbari, Zoo, Begum Rokeya Bari, Rangpur.