চুয়াডাঙ্গার পান পাতা
চুয়াডাঙ্গার বিখ্যাত একটি জিনিস হচ্ছে পান পাতা। তাই চুয়াডাঙ্গায় গিয়ে চুয়াডাঙ্গায় উৎপন্ন পান না খেলেই মিস। পান চুয়াডাঙ্গা জেলার বারমাসি ফলনযুক্ত একটি অন্যতম অর্থকরী ফসল।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন হাট-বাজার থেকে প্রতিদিন গড়ে ১০ ট্রাক পান বিভিন্ন সরবরাহ করা হয়। চুয়াডাঙ্গার উত্পাদিত অতি সুস্বাদু পান বিগত পাকিস্তান আমল থেকেই বিদেশে রফতানি করার রেকর্ড রয়েছে। চুয়াডাঙ্গার পান বিদেশে রফতানি করে বিদেশি মুদ্রা অর্জনেরও পূর্ব রেকর্ড রয়েছে।