১.শিরোনামঃ মৌলভীবাজার, সিলেট বিভাগ
(চা কন্যা)
২.ঐতিহাসিক বর্ননাঃ
শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভীবাজার পৌরসভাকে বাংলাদেশের অন্যতম সুন্দর পৌরসভা হিসাবে বিবেচনা করা হয়। মৌলভীবাজারের অর্থনীতির প্রধান ভীত হলো চা শিল্প ও রাবার শিল্প।
৩.কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী/মহাখালী থেকে দিনাজপুরগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, নাবিল)। ননএসি-৩৫০-৫০০টাকা, এসি-৮০০-১১০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, কালনি এক্সপ্রেসে
রওনা হয়ে শ্রীমঙ্গল ষ্টেশন থেকে মৌলভীবাজার আসতে পারবেন।
৪.দর্শনীয় স্হানঃ
শাহ মোস্তফা -এর মাজার, চা কন্যা ভাষ্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুন্ড জলপ্রপাত, হাম হাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ, মাধবপুর চা বাগান ও লেক, হাকালুকি হাওর, বাইক্কা বিল, বাংলাদেশ চা গবেষণা ইনষ্টিটিউট
৫.কোথায় থাকবেনঃ
রেস্ট ইন হোটেল, হোটেল ওয়েস্টার্ন প্লাজা, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা
৬.কোথায় খাবেনঃ
পানসী রেস্টুরেন্ট
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ
*খাবারঃ আখনী পোলাও, সাতকরা, রসগোল্লা, আনারস, কমলা, কাঠাল, চা
*সবজি/শস্যঃ ভুট্টা, লেবু, কলা, পান, সুপারি, আউশ ধান
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ
মো. কেরামত আলী-দানশীল ব্যক্তিত্ব
মোহাম্মদ মুহিবুর রহমান-দানশীল ব্যক্তিত্ব
সৈয়দ মহসিন আলী-দানশীল ব্যক্তিত্ব
লীলা নাগ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী
নাজিরউদ্দিন আহমদ চৌধুরী-প্রখ্যাত জমিদার
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ
সাতছড়ি জাতীয় উদ্যান, বানিয়াচং রাজবাড়ি, বিবিয়ানা গ্যাস, হবিগঞ্জ