১.শিরোনামঃ শেরপুর, ময়মনসিংহ বিভাগ (ছানার পায়েশ)
২.ঐতিহাসিক বর্ননাঃ
গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নামানুসারে শেরপুর নামে নামকরণ করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ শতশত বছর ধরে বসবাস করে। শেরপুর স্বাধীন হয় ১৯৭১ সালের ৭ ডিসেম্বর। এদিন অধিনায়ক জগজিৎ সিং অরোরা হেলিকপ্টারে শহরের দারোগা আলী পার্কে অবতরণ করে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
৩.কিভাবে যাবেনঃ
ঢাকার গাবতলী/মহাখালী থেকে শেরপুরগামী যেকোন বাসে চলে আসতে পারেন (এ সি ডিলাক্স, বধূয়া, সাদিকা)। ননএসি-১৮০-২২০টাকা।
৪.দর্শনীয়স্হানঃ
শের আলী গাজীর মাজার, নকলার ঐতিহাসিক বেড় শিমুল গাছ, গজনী অবকাশ কেন্দ্র, পানিহাটা-তারানি পাহাড়, মধুটিলা ইকোপার্ক, নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম
৫.কোথায় থাকবেনঃ
হোটেল আলিশান, হোটেল শাহজাহান, হেটেল সম্পদ
৬.কোথায় খাবেনঃ
হোটেল সূফি সম্রাট, আলিশান রেস্টুরেন্ট, অবকাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ
*খাবারঃ মেন্দা/পিঠালি, ছানার পায়েশ, ছানার সন্দেশ
*সবজি/শস্যঃ আখ, সরিষা বীজ, চিনাবাদাম
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ
রবি নিয়োগী-ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলন, টঙ্ক আন্দোলন নেতা,
পিতা করম শাহ-ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন নেতা, পাগলপন্থি সম্প্রদায়ের প্রবর্তক
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ
শশী লজ , জমিদার বাড়ি, জয়নুল আবেদীন সংগ্রহশালা, কাদিগড় জাতীয় উদ্যান, ময়মনসিংহ
1. Title: Sherpur, Mymensingh Division (Chanar Payesh)
2. Historical description:
Sherpur was named after Sher Ali Ghazi, the last zamindar of the Ghazi dynasty. People of small ethnic groups have lived for hundreds of years. Sherpur became independent on 6 December 1971. On the same day, Captain Jagjit Singh Aurora landed at Daroga Ali Park in the city in a helicopter and officially hoisted the national flag of Bangladesh.
3. How to go:
You can take any bus from Gabtoli / Mohakhali to Sherpur from Dhaka (AC Deluxe, Badhua, Sadika). NonAC-180-220 taka.
4. Places of interest:
Shrine of Sher Ali Gazi, Historical Fence of Nakla Shimul Tree, Ghajini Holiday Center, Panihata-Tarani Hills, Madhutila Ecopark, Famous Rubber Dam of Nalitabari
5. Where to stay:
Hotel Alishan, Hotel Shahjahan, Hotel Sampad
6. Where to eat:
Hotel Sufi Samrat, Alishan Restaurant, Abokas Hotel & Restaurant
7. Famous food and vegetables / grains :.
* Food: Menda / Pithali, Chanar Payesh, Chanar Sandesh
* Vegetables / grains: Sugarcane, mustard seeds, peanut
8. Famous personality:
Robi Niyogi-Anti-British Independence Movement, India's Independence Movement, Tank Movement Leader, Father Karam Shah - Leader of the anti-British independence movement, promoter of the insane community
9. Places to see around:
Shashi Lodge, Zamindar Bari, Zainul Abedin Museum, Kadigarh National Park, Mymensingh