১.শিরোনামঃ লালমনিরহাট, রংপুর বিভাগ (লাল পাথর বা মনি)
২.ঐতিহাসিক বর্ননাঃ মাটির নিচে লাল পাথর দেখতে পায়, সেখান থেকে লালমনি পরে লালমনিরহাট নামকরন হয়েছে। বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারত, নেপাল, ভূটান যাওয়া যায়।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে লালমনিরহাটগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, নাবিল)। ননএসি-৫০০টাকা, এসি-৭৫০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে লালমনি এক্সপ্রেসে রওনা হয়ে লালমনিরহাট ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ তিস্তা ব্যারেজ, তিনবিঘা করিডোর, বুড়িমারী স্থলবন্দর, পাশাপাশি স্থাপিত মসজিদ ও কালিমন্দির, তুষভান্ডার জমিদার বাড়ি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজরিত বিমানঘাটি।
৫.কোথায় থাকবেনঃ হোটেল সীমান্ত আবাসিক, হোটেল অবসর, হোটেল ডালিয়া রেসিডেন্সিয়াল।
৬.কোথায় খাবেনঃ খান হোটেল এন্ড রেস্টুরেন্ট, মুক্তিযোদ্ধা হোটেল।
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ প্যালকা, সিদল, নটকো(লটকন)। *সবজি/শস্যঃ আদা, নীল, আলু, তামাক।
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ শেখ ফজলল করিম-স্বনামধন্য সাহিত্যিক মুসা ইব্রাহিম-বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ ধরলা বাধ-ব্রীজ, বোয়ালমারী সীমান্ত হাট, টুপামারী(জিয়া পুকুর), সোনাহাট(ভুরুঙ্গামারি) স্থলবন্দর, চিলমারী স্থলবন্দর, কুড়িগ্রাম।
Entrance of Tin Bigha Corridor (Pic collected)
Lalmonirhat Airport (Pic collected)
1. Title: Lalmonirhat, Rangpur Division (Red stone or gem)
2. Historical description: He saw a red stone under the ground, from which Lalmonirhat was named after Lalmonirhat. India, Nepal and Bhutan can be reached through Burimari land port.
3. How to go: You can take any bus from Gabtoli / Mohakhali to Lalmonirhat in Dhaka (Hanif, Shyamoli, Nabil). Non-AC-500 taka, AC-650 taka.
You can take the Lalmonirhat Express from Kamalapur / Airport Station and reach Lalmonirhat Station.
4. Places of interest: Teesta Barrage, Tinbigha Corridor, Burimari Land Port, as well as the established Mosque and Kali Mandir, Tusbhandar Zamindar Bari, World War II Memorial Airport.
5. Where to stay: Hotel Border Residential, Hotel Leisure, Hotel Dahlia Residential.
6. Where to eat: Khan Hotel & Restaurant, Muktijoddha Hotel.
7. Famous food and vegetables / grains: * Food: Palka, Sidal, Natko (Latkan). * Vegetables / grains: Ginger, indigo, potato, tobacco.
8. Famous personality: Sheikh Fazlal Karim is a renowned writer Musa Ibrahim – Bangladesh’s first Everest climber
9. Places to see around: Dharla Dam-Bridge, Boalmari Border Hat, Tupamari (Zia Pukur), Sonahat (Bhurungamari) Land Port, Chilmari Land Port, Kurigram.