১.শিরোনামঃ রংপুর, রংপুর বিভাগ (হাড়িভাঙ্গা আম ও তামাক)
২.ঐতিহাসিক বর্ননাঃ রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়। নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানত। কালের বিবর্তনে রঙ্গ থেকে রঙ্গপুর। সেখান থেকেই আজকের রংপুর। প্রাগ জ্যোতিস্বর নরের পুত্র ভগদত্তের রঙ্গমহল এর নামকরণ থেকে এই রঙ্গপুর নামটি এসেছে। রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়।
৩.কিভাবে যাবেনঃ ঢাকার গাবতলী/মহাখালী থেকে রংপুরগামী যেকোন বাসে চলে আসতে পারেন (হানিফ, শ্যামলী, নাবিল)। ননএসি-৫০০-৬০০টাকা, এসি-৮০০-১২০০টাকা।
কমলাপুর/বিমানবন্দর ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেসে রওনা হয়ে রংপুর ষ্টেশনে আসতে পারবেন।
৪.দর্শনীয়স্হানঃ পায়রাবন্দ, চিড়িয়াখানা, তাজহাট জমিদারবাড়ি, ভিন্ন জগৎ, মিঠাপুকুর শালবন
৫.কোথায় থাকবেনঃ হোটেল রজনীগন্ধা, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল সান
৬.কোথায় খাবেনঃ মৌবন হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল সেতারা, মকবুল হোটেল
৭.বিখ্যাত খাবার ও সবজি/শস্যঃ *খাবারঃ সিদল, পেলকা, হাড়িভাঙ্গা আম *সবজি/শস্যঃ আলু, আখ, তামাক
৮.বিখ্যাত ব্যক্তিত্বঃ বেগম রোকেয়া-বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত, মশিউর রহমান-সাবেক প্রধানমন্ত্রী, আবু সাদাত মোহাম্মদ সায়েম-বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ-সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, এম এ ওয়াজেদ মিয়া-খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী
৯.আশেপাশে দর্শনীয়স্হানঃ রাজবিরাট প্রসাদ, বালাসীঘাট, গাইবান্ধা
District wise database-07 (Rangpur)
1. Title: Rangpur, Rangpur Division (Haribhanga mango and tobacco)
2. Historical description: Rangpur district is considered to be part of the greater Bengal floodplain. The locals knew Neel by the name of Ranga. Rangpur to Rangpur in the evolution of time. From there today’s Rangpur. The name Rangpur comes from the naming of the Rangmahal by Bhagadatta, the son of the Pragya astrologer Nar. The Rangpur region is said to be famous for tobacco.
3. How to go: You can take any bus from Gabtoli / Mohakhali to Rangpur from Dhaka (Hanif, Shyamoli, Nabil). Non-AC-500-600 taka, AC-600-1200 taka.
You can take the Rangpur Express from Kamalapur / Bimanbandar station and reach Rangpur station.
4. Places of interest: Pigeon Dam, Zoo, Tajhat Zamindarbari, Different World, Mithapukur Shalban
5. Where to stay: Hotel Rajnigandha, Hotel Golden Tower, Hotel Sun.
6. Where to eat: Mauvan Hotel & Restaurant, Hotel Setara, Maqbool Hotel
7. Famous food and vegetables / grains: * Food: Sidal, Pelka, tobacco, Haribhanga mango * Vegetables / grains: Potato, sugarcane
8. Famous personality: Begum Rokeya is a pioneer of Muslim women’s awakening in Bengal, Mashiur Rahman – Former Prime Minister, Abu Sadat Mohammad Sayem – Bangladesh’s first Chief Justice and former President, Lieutenant General Hussein Muhammad Ershad – Former President and Chief of Army Staff, MA Wazed Mia – Renowned nuclear scientist
9. Places to see around: Rajbirat Prasad, Balasighat, Gaibandha